ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ বিরতির পর রূপালি পর্দায় অপু বিশ্বাস

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে বিজ্ঞাপন, শোরুম উদ্বোধন ও ফটোসেশনেই ব্যস্ত সময় পার করছেন। সামাজিক মাধ্যমে তিনি নতুন রূপে নিজেকে উপস্থাপন করে ভক্ত ও অনুরাগীদের মুগ্ধ করছেন। প্রায় দুই বছরের বিরতির পর এবার নতুন সিনেমা ‘সিক্রেট’-এর মাধ্যমে তিনি রূপালি পর্দায় ফিরে আসছেন। রোমান্টিক-অ্যাকশন ও থ্রিলার ঘরানার এই সিনেমায় তার বিপরীতে থাকছেন অভিনেতা আদর আজাদ। পরিচালক বন্ধন বিশ্বাসের তত্ত্বাবধানে এ মাসের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সোমবার ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। ছবিগুলোতে তিনি সোনালি রঙের নকশাযুক্ত শাড়ি ও মানানসই গহনা—নেকলেস, দুল, চুড়ি এবং হীরার অলংকারে নিজেকে মেলে ধরেছেন। চুলে ফুলের খোঁপা সাজে ভিন্ন মাত্রা যোগ করেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “এই ব্যক্তিটি ব্যাপক কর্তৃত্বের অধিকারী এবং সব সাফল্যের মূলে ইনিই রয়েছেন।”

অপু বিশ্বাস নিয়মিত ফটোসেশন ও মডেলিংয়ের মাধ্যমে নিজেকে নতুন রূপে উপস্থাপন করে থাকেন, যা ভক্তদের দ্বারা প্রশংসিত হয়। সম্প্রতি পোস্ট করা ছবিতেও সেই প্রশংসা বজায় আছে। সামাজিক মাধ্যমে কমেন্টবক্সে এক নেটিজেন লিখেছেন, “নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকন।

সংবাদটি শেয়ার করুন