দেশের রিটেইল ব্যবসা খাতে প্রবেশ করলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। এই লক্ষ্য নিয়ে গত সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই চুক্তির মাধ্যমে এমআরটি লাইন-৬-এর আটটি স্টেশনে ‘ফ্রেশ সুপার মার্ট’ নামে মোট নয়টি সুপারস্টোর পরিচালনা করবে এমজিআই। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে পাঁচ বছর মেয়াদে এই আউটলেটগুলো কার্যকর হবে।
এমজিআই’র পরিচালক তানভীর মোস্তফা এবং ডিএমটিসিএল-এর কোম্পানি সচিব খন্দকার এহতেশামুল কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআই-এর নির্বাহী পরিচালক সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, প্রধান মানবসম্পদ কর্মকর্তা আতিক উজ জামান খান, এসসিএম প্রধান রাশেদুল হক, জিএম (নিরীক্ষা) সাজ্জাদ হোসেন, সিনিয়র এজিএম (প্রকল্প) মো. শাহেদ ইকবাল ভূঁইয়া, সিনিয়র এজিএম (হিসাব) সৈয়দ মনিরুজ্জামান, এজিএম (ফ্রেশ সুপার মার্ট) মীর আব্দুল হাফিজ এবং ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, প্রকল্প পরিচালক জেনারেল মো. আব্দুল ওহাব, পরিচালক (প্রশাসন) এ কে এম খাইরুল আলম প্রমুখ।
নয়টি ফ্রেশ সুপার মার্ট সুপারস্টোরগুলো উত্তরা উত্তর (উত্তর ও দক্ষিণ পাশে একটি করে), উত্তরা সেন্টার, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল স্টেশনে অবস্থিত হবে।
এর মধ্যে মিরপুর ১০ স্টেশন আউটলেটটি প্রায় ২,১০৫ বর্গফুট ফ্লোর এরিয়া নিয়ে ফ্ল্যাগশিপ সুপারস্টোর বা প্রধান কেন্দ্র হিসেবে পরিচালিত হবে। এই স্টোরগুলোতে ক্রেতাদের জন্য বিভিন্ন ক্যাটাগরির ভোগ্যপণ্য, খাদ্যকেন্দ্র এবং ডেডিকেটেড কফি ও জুসের কর্নার থাকবে। ফ্রেশ সুপার মার্ট-এর এই আউটলেটগুলোর কার্যক্রম ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হবে।
বর্তমানে মেঘনা গ্রুপ নারায়ণগঞ্জের মেঘনাঘাট ও সোনারগাঁও এবং ঢাকার তেজগাঁও-এ তিনটি ফ্রেশ সুপার মার্ট আউটলেট পরিচালনা করছে।




