ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের উদ্যোগে বেগম জিয়ার রোগমুক্তির প্রার্থনা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের উদ্যোগে শাপলা চত্বরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের সভাপতি শেখ আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ জাকির হোসেন চৌধুরী।

দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আবদুল্লাহ আল মামুন। মিলাদ ও দোয়া মাহফিলের পুরো আয়োজন সঞ্চালনা করেন মোহাম্মদ আল-আমীন মিয়া। এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর সুস্থতার জন্য দেশবাসীকে বিশেষ দোয়া করার আহ্বান জানান।

অন্যদের মধ্যে মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন— বিএনপির নির্বাহী সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ওবায়দুল হক, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনিস উর রহমান ও সারওয়ার হোসেন, পরিষদের সিনিয়র যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ, যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, মনোয়ারুল ইসলাম এনাম, বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এম মাহবুবুর রহমান, বাংলাদেশ ব্যাংক সবুজ দলের সভাপতি মিজানুর রহমান আকন ও সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের নেতৃবৃন্দ ও স্থানীয় থানার প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন