বাংলাদেশের বাজারে শক্তিশালী ব্যাটারি পারফরম্যান্সসহ নতুন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে অপো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নতুন ‘অপো এ৬’ মডেলে আছে বিশাল ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা একবার চার্জ করলে প্রায় ৩০ ঘণ্টা ইউটিউব ভিডিও দেখা কিংবা ২৪ ঘণ্টার বেশি হোয়াটসঅ্যাপ/ইমো ভয়েস কল চালানো সম্ভব। আইপি৬৪ মানসম্পন্ন হওয়ায় ফোনটিতে রয়েছে ব্রেথেবল মেমব্রেন ও বিশেষ সিলিং প্রযুক্তি, ফলে পানি বা চা কফি পড়লেও ডিভাইসটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম। অপো বাংলাদেশ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্মার্টফোনটিতে রয়েছে রিভার্স চার্জিং প্রযুক্তি। পাশাপাশি বড়সড় ভ্যাপর চেম্বার থাকার ফলে লম্বা সময় ব্যবহারে ফোন গরম হওয়া অনেক কমে যায়। দুর্বল নেটওয়ার্কেও স্থিতিশীল পারফরম্যান্স দিতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে এআই স্মার্ট নেটওয়ার্ক সিলেকশন প্রযুক্তি।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনটি বেশ শক্তিশালী। এর পেছনে রয়েছে দুটি ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা, আর সামনে সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেল লেন্স। কম আলোতেও ভালো মানের ছবি তুলতে সক্ষম এই ডিভাইস। এছাড়া এআই ইরেজার সুবিধার মাধ্যমে ছবিতে থাকা অপ্রয়োজনীয় বিষয় দ্রুত মুছে ফেলার সুযোগ রয়েছে।
অপো এ৬–এর ১২৮ জিবি স্টোরেজযুক্ত দুইটি ভ্যারিয়েন্ট ৬ জিবি ও ৮ জিবি র্যাম আগামী ১০ ডিসেম্বর থেকে বাজারে পাওয়া যাবে। ফোন দুটির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২৪,৯৯০ টাকা এবং ২৬,৯৯০ টাকা। প্রি-অর্ডার করলে লটারির মাধ্যমে মিলবে বিভিন্ন আকর্ষণীয় উপহার।




