গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্পষ্ট করে জানিয়েছে, তারা আর ইহুদিবাদী ইসরায়েলের কোনো রেকর্ড আবেদন বিবেচনায় নেবে না। প্রতিষ্ঠানটি সম্প্রতি প্রকাশিত এক ঘোষণায় জানায়, ইসরায়েলের পক্ষ থেকে জমা দেওয়া নতুন রেকর্ড নিবন্ধনের আবেদনের কাজ তারা বন্ধ রেখেছে।
ঘোষণাটি আসে এক ইসরায়েলি সংস্থার রেকর্ড আবেদনের প্রেক্ষিতে। কিডনি দানে মানুষকে উৎসাহিত করা এই সংগঠনটি দাবি করেছিল যে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বিপুলসংখ্যক কিডনি দাতা সংগঠিত করেছেন তারা এবং সেই তথ্যের ভিত্তিতে গিনেস রেকর্ডসের স্বীকৃতি চেয়েছিল।
সংগঠনটির আবেদনের জবাবে গিনেস কর্তৃপক্ষ চিঠিতে জানায়—আমরা বর্তমানে ইসরায়েল থেকে পাঠানো কোনো রেকর্ড আবেদন পর্যালোচনা করছি না।
ইসরায়েলি চ্যানেল এন১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, গিনেসের সিদ্ধান্ত শুধু ইসরায়েল নয়, বরং দখলকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার আবেদনগুলোকেও অন্তর্ভুক্ত করছে। ‘মাতনাত চাইম’ নামের সংস্থাটি দাবি করেছে, তারা এখন পর্যন্ত ২ হাজার স্বেচ্ছা কিডনি দাতাকে একত্রে সংগঠিত করতে সক্ষম হয়েছে এবং তাদের নিয়ে একটি গ্রুপ ছবি পাঠিয়ে রেকর্ডের আবেদন করেছিল। কিন্তু গিনেস সেই আবেদন প্রত্যাখ্যান করে।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, হঠাৎই প্রসেস স্থগিত করে গিনেস ‘মাতনাত চাইম’–কে ইমেইলে জানিয়েছে— বর্তমানে ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো রেকর্ড আবেদন প্রক্রিয়ায় নেই।
গিনেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক গণবিবৃতি প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট ইসরায়েলি সংস্থার দাবি, এই সিদ্ধান্তের পেছনে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ কাজ করছে।




