ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হযরত শাহজালাল বিমানবন্দরে ৪ হাজার পিস ইয়া’বা উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো পণ্যের মধ্যে লুকানো অবস্থায় চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ধাপটি বুধবার (৩ নভেম্বর) সকালে সম্পন্ন হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব নিরাপত্তা কর্মী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ ৩ ডিসেম্বর সকাল ৯টায় হ্যাঙ্গার গেইট-৮ এ রপ্তানি কার্গোর তল্লাশি চালাকালে ডাক বিভাগের মাধ্যমে রপ্তানি করা মালামালের ভেতরে ৪০০০ পিস ইয়াবা শনাক্ত করে। ইয়াবাগুলো ফ্রান্সের প্যারিসে পাঠানোর জন্য বুকিং করা হয়েছিল।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

বেবিচক জানিয়েছে, স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা এবং নিখুঁত তল্লাশির কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফল অভিযান বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করেছে।

সংবাদটি শেয়ার করুন