ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পোস্টাল ভোট বিডি: প্রবাসীদের নিবন্ধনের শেষ সময় ২৫ ডিসেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) এই তথ্য জানিয়েছে।

সরকারি চাকরিজীবী যেসব ভোটার নিজ কেন্দ্র থেকে ভোট দিতে পারবেন না, তারাও অ্যাপটির মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ১৮ নভেম্বর উদ্বোধন করা হয়েছে।

এখনো যারা নিবন্ধন সম্পন্ন করেননি, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া, যারা দেশে অবস্থান করছেন, তাদেরকেও প্রবাসে থাকা স্বজন বা পরিচিতদের অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করে ভোটে অংশগ্রহণের জন্য উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।

পোস্টাল ব্যালট পেতে প্রবাসীদের অবশ্যই তাদের সঠিক ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজনে বন্ধু বা আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার জন্যও অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন