ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রম স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন।

রিটে বলা হয়, নির্বাহী বিভাগের মাধ্যমে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ বৈধ নয়। এ নিয়োগ বাতিল ঘোষণা এবং নির্বাচন কমিশন সার্ভিস—অথবা ইলেক্টোরাল সার্ভিস কমিশন—গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত রাখারও আবেদন করা হয়েছে।

আবেদনের শুনানি আগামী সপ্তাহে বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যে ডিসিদের সঙ্গে বৈঠক করে নির্বাচনের বিষয়ে তাদের দায়িত্বের কথা জানিয়েছেন। তার দাবি, যদি আবারও ডিসিদের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হয়, তাহলে নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা প্রবল—এ কারণেই রিট করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন