ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে কঠোর অবস্থানে কমিশন: ইসি সানাউল্লাহ

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য—এ মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, দেশের স্বার্থেই একটি সুষ্ঠু ও মানসম্মত নির্বাচন আয়োজন করা প্রয়োজন, এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আসন্ন জাতীয় নির্বাচন এক নতুন মাত্রা যুক্ত করবে।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য রাখেন। এ সময় তিনি জানান, ভুয়া সাংবাদিক যাতে কোনো কেন্দ্রে কার্ড নিয়ে প্রবেশ করতে না পারে, সেজন্য কিউআর কোডযুক্ত পরিচয়পত্রের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, গত দেড় দশকে দেশের নির্বাচনী ব্যবস্থায় নানা ক্ষতি হয়েছে, যার উত্তরণে সংশ্লিষ্ট সবার দায়িত্ব রয়েছে। কমিশনের লক্ষ্য—নির্বাচনকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করা।

স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ—সে বিষয়ে তিনি আবারও জোর দিয়ে বলেন, সৎ উদ্দেশ্য ও দেশের স্বার্থে ভালো একটি নির্বাচনের বিকল্প নেই। একই সঙ্গে তিনি জানান, প্রতিটি ভোটার গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় নিচ্ছেন একসঙ্গে দুটি ভোট প্রদান করতে। ভোটের দিন গণমাধ্যম যেন নির্বিঘ্নে কাজ করতে পারে, সে নিশ্চয়তার কথাও দেন তিনি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ‘জোয়ারে’ এখন পুরো নির্বাচন কমিশন ব্যস্ত সময় পার করছে। সরকারের সঙ্গে সমন্বয় রেখে শতাব্দীর অন্যতম সেরা নির্বাচন আয়োজন করাই ইসির লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন