বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল ঢাকায় পৌঁছেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে তার আগমন নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং ২৭ নভেম্বর থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) বিশেষ পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক রিচার্ড বিয়েল হোটেলে অবস্থান নেওয়ার পর দুপুরে হাসপাতাল পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, মেডিক্যাল বোর্ডের সঙ্গে চীনের ১০ সদস্যের একটি চিকিৎসক দলও কাজ করছে। যদিও এ দলটির ঢাকা পৌঁছানোর নির্ধারিত সময় আজ রাত।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সহায়তায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা সহযোগিতা করছেন।
তিনি আরও জানান, খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডে রয়েছেন অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক মাসুম কামাল, অধ্যাপক এজেড এম সালেহ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং ডাক্তার জাফর ইকবাল।
বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর রফিকউদ্দিন আহমেদ, প্রফেসর জন হ্যামিল্টন ও প্রফেসর হামিদ রব আর যুক্তরাজ্য থেকে প্রফেসর জন পেট্রিক, প্রফেসর জেনিফার ক্রস এবং ডাক্তার জুবাইদা রহমান এই যৌথ মেডিক্যাল টিমে যুক্ত আছেন।




