বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে শেখ হাসিনার কারণেই।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য, জনগণের জন্য এবং স্বাধীনতার জন্য কখনো আপস করেননি, আর সে জন্য তিনি জনগণের হৃদয়ে বিশেষ স্থান লাভ করেছেন। তার প্রতি এই ভালোবাসার প্রকাশই বর্তমান পরিস্থিতিতে দৃশ্যমান, যা প্রমাণ করে তিনি সত্যিকার অর্থে দেশের একজন নেত্রী।
রিজভী আরও বলেন, অনেক সময় রাজনৈতিক কারণে অনেকে ভুল আবদার করেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া সবসময় দেশের স্বার্থে এসব মেনে নিয়েছেন। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার সময়ও তার লক্ষ্য ছিল, যেন দেশের মানুষ কোনো ধরনের অরাজকতা বা হত্যাযজ্ঞের শিকার না হয়।
এছাড়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মন্তব্য করেন যে, যারা হত্যা ও সহিংসতা চালিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল, তারাই আজকে ক্ষমতায় এসে সেই সরকারের মূল কাঠামো বাতিল করেছে। তিনি বলেন, শেখ হাসিনার শাসনব্যবস্থা জনগণের প্রতি বিশ্বাস না রেখে, শুধুমাত্র নিজের ইচ্ছামতো দেশ চালানো হচ্ছে, যা জাতির জন্য বিপজ্জনক।
পরিশেষে, রিজভী জনগণের স্বার্থে সরকারের কাছে অনুরোধ করেন, যাতে তারা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কোনো ধরনের ক্ষতিকর কাজ না করেন এবং জনস্বার্থে সঠিকভাবে কাজ করেন।




