ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরের ডাসারে দুই শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান

মাদারীপুরের ডাসারে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম ও অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুপুরে দুদকের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আক্তারুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি টিম ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়(সাবেক সরকারি শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজ) ও শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করেন।

দুদক মাদারীপুরে সহকারী পরিচালক আকতারুজ্জামান জানায়,ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ৬ জন শিক্ষক কর্মচারী নিয়োগ সংক্রান্ত অনিয়ম বা দূর্নীতি হয়েছে। নিষেধ থাকা সত্তেও নিয়োগ হয়েছে। এবিষয় অভিযান পরিচালনা করেছি। প্রাথমিক তথ্য ও রের্কড পত্র চেয়েছি,তারা রবিবার পর্যন্ত সময় নিয়েছে। শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে প্রত্যেকটা বিষয় মাউশি থেকে প্রমানিত। সেখানে বিভিন্ন অনিয়ম দূর্নীতির তথ্য প্রমান আমরা পেয়েছি, এগুলোর রের্কড পত্র সংগ্রহ করেছি, ওনার স্ত্রী ভারতে থাকেন বাংলাদেশ থেকে বেতন নিচ্ছেন ঘটনা সত্য। কিন্তু কোন প্রক্রিয়ায় নিচ্ছেন পর্যালোচনা করছি। এটা আইন ও বিধি বর্হিভুত হলে অবশ্যই দূর্নীতি দমন কমিশন আইন ও বিধি মোতাবেক আমরা কমিশন বরাবরে ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরন করবো।

সংবাদটি শেয়ার করুন