জুলাই গনঅভ্যুখানে নিহত গোপালগঞ্জের ৭ শহিদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো, মিজানুর রহমান।
মঙ্গলবার ৫আগষ্ট সকালে গোপালগঞ্জে ৭ জন শহিদের সমাধিতে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতা বৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো, মিজানুর রহমান এ দিন সকালে প্রথমে জেলা সদরের কাঠি ইউনিয়নের শহিদ জিল্লুর শেখ, ও পরে কোটালীপাড়া শোয়া গ্রামের শহিদ রথিন বিশ্বাস, মুকসুদপুরের গঙ্গারাপুর গ্রামের শহিদ বাবু মোল্লা, ছোট বনগ্রামের শহিদ আরাফাত মুন্সি, গোপ্তার গাতী গ্রামের শহিদ মুজাহিদ ও ডিগ্রীকান্দি গ্রামের শহিদ সাবিদ হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তাদের বিদেহী আত্নার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন তারা।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো, মিজানুর রহমান পরে সকল জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার সামগ্রী বিতরন করেন।
উল্লেখ্য, ৩৬ জুলাই ঢাকায় আন্দোলনে ৭ জন জুলাই যোদ্ধা শহিদ ও ৪১ জন আহত হয়।




