চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুনে ঝলসে মনির হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ৩ নাম্বার রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুর গ্রামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির ওই গ্রামের মনু মিয়ার ছেলে। স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম জানান, মনির নানার বাড়ি হাজির পাড়ায় থাকত। রবিবার রাতে বিদ্যুতের তারে আগুন ধরলে স্থানীয়দের চিৎকারে সবাই ঘর থেকে বের হয়ে আসে। এ সময় মনিরও বাইরে আসতেই ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার মনিরের গায়ে পড়ে। এতে গুরুতর দগ্ধ হয় সে মৃত্যুবরণ করেন।
আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোরশেদুল ইসলাম বলেন, “বৈদ্যুতিক তারের আগুনে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। আমাদের কর্মীরা ঘটনাস্থলে গেছেন।”




