ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হত্যাকারী দল: টাকা দে নইলে জীবন দে, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে মাছ ব্যাবসায়ীকে কিলার গ্যাংয়ের প্যাডে (হত্যাকারী দল) একটি চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির ৩ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) ভোর ও শুক্রবার রাতে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহর বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া।

শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, ডিবি পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তবে শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ জানান, বিএনপির নেতা কর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পৌর এলাকায় সন্তোষে মাছ ব্যাবসায়ী মো.আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা একজন একটি চিঠি দিয়ে আসে। সেই চিঠি শুক্রবার সকালে সেই কর্মচারি ব্যাবসায়ী মো.আজাহারুল ইসলামকে দেয়। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চিঠির প্রথমে লেখা রয়েছে টাকা দে নইলে জীবন দে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, মনে রাখবি প্রশাসন/পুলিশ তোর সাথে সব সময় থাকবে না আর বাঁচাতে পারবে না।তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্তে তুই সহ তোর পরিবার সুরক্ষিত থাকবি।

তর সার্বিক দিক বিবেচনা পূর্বক killer Gang (হত্যাকারী দল) তর কাছে ৫,০০০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবি করছি, যা আমাদের বিবেচনায় তোর কাছে খুবই সামান্য এবং তর পক্ষে দেয়া সম্ভব।

দীদিন মাছের ব্যবসা করে যাচ্ছোস কেউ প্রতিদন্দী হয় নাই। দাবিকৃত টাকার পরিমাণ তোর কাছে কিছুই না। মনে রাখিস সময়মতো টাকা রেখে না আসলে আমরা তোকে মেরে ফেলতে বিন্দু মাত্র পিছপা হবো না.

আগামী ০৩/০৮/২০১৫ ইং রোজ রবিবার রাত ৭০০ ঘটিকার সময় একটি শপিং ব্যাগ এ করে কাগমারী মাহমুদুল হাসান সাব এর বাসার সামনে যে গাছে ফরহাদ এর ছবি লাগানো আছে সেই গাছের নিচে রেখে যাবি তুই নিজে একা।

উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে যদি টাকা রেখে না আসোস তাহলে পরবর্তী তিনদিনের মধ্যে তোকে মেরে বস্থায় করে যমুনা নদীতে ফেলে রেখে আসবো।

নিজেকে বেশি চালাক ভারবি না। তোর সব আমাদের নজরে থাকবে। আমাদের দাবি দেশে তুই সুন্দর ভাবে জীবন যাপন কর।

চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সাথে শেয়ার করোস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ পরিবার খুজে না পাওয়ার ব্যবস্থা আমরা করবো।
(ধন্যবাদ)

সংবাদটি শেয়ার করুন