জয়পুরহাটে ছাত্র-জনতার গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (শুক্রবার ) খেলায় পাঁচবিবি উপজেলা ফুটবল একাদশ জয়লাভ করেছে।
তাদের প্রতিদ্বন্দ্বি কালাই উপজেলা ফুটবল একাদশকে ২-০গোলে পরাজিত করে।
এ টুর্নামেন্টের আগামীকালের শনিবার) খেলায়- জয়পুরহাট সদর উপজেলা ফুটবল একাদশ ও ক্ষেতলাল উপজেলা ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে।
উল্লেখ্য, এ ফুটবল টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলা ও পৌরসভার মোট ৮টি ফুটবল দল (টিম) অংশগ্রহণ করছে।




