ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে ৫আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি গ্রহণে- প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে আগামী ৫আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি গ্রহণের লক্ষ্যে- বৃহস্পতিবার দুপুরে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে- জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন- জেলার ডেপুটি কমিশনার আফরোজা আকতার চৌধুরী।

এতে অন্যান্যের মধ্যে- অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত ডেপুটি কমিশনার (সার্বিক)- বিপুল কুমার ও অতিরিক্ত ডেপুটি কমিশনার(রাজস্ব)- সবুর আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন ও জেলা জামায়াতের আমির ডা.ফজলুর রহমান সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৫আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে- জুলাই বিপ্লব এবং জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগ স্মরণে- দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন