ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কেইপিজেডে শ্রমিকবাহী বাস উল্টে আহত ২০

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় গার্মেন্টস শ্রমিক বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পাঁচটার দিকে কাজ শেষে বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় শ্রমিকরা। কেইপিজেড এলাকায় কিছুক্ষণের মধ্যেই চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে নারী-পুরুষ শ্রমিকরা গুরুতরভাবে আহত হন।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি কেইপিজেড থেকে চট্টগ্রামের পটিয়া উপজেলার দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান।

সংবাদটি শেয়ার করুন