জয়পুরহাটে ছাত্র-জনতার গণ অভ্যুত্থান দিবস উদযাপন এবং জেলার ৩বছর মেয়াদি অগ্রাধিকার পরিকল্পনার অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বর্ণাঢ্য আয়োজনে- ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ শুরু হয়েছে।
বুধবার বিকালে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে- অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)- বিপুল কুমার ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)- সবুর আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,জেলা জামায়াতের আমির ডা.ফজলুর রহমান সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায়- জয়পুরহাট পৌরসভা ফুটবল একাদশ ১-০গোলে পাঁচবিবি পৌরসভা ফুটবল একাদশকে পরাজিত করে।
উল্লেখ্য, এ ফুটবল টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলার ৫টি ও তিন পৌরসভার ৩টি সহ- মোট ৮টি ফুটবল দল(টিম) অংশগ্রহণ করবে। আগামী ১৫আগস্ট এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।




