ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষেতলালের বিলের ঘাটে- দৃষ্টিনন্দন ‘নিঃশব্দ’ ভিউ পয়েন্ট স্থাপনার উদ্বোধন

জেলার দর্শনার্থী ও ভ্রমণ পিপাসু সৌন্দর্য প্রেমীদের আকৃষ্ট করতে- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রাকৃতিক বিনোদন কেন্দ্র- বিলের ঘাটে- দৃষ্টিনন্দন ‘নিঃশব্দ’ ভিউ পয়েন্ট স্থাপনার উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকালে ক্ষেতলাল উপজেলা প্রশাসনের উদ্যোগে- ‘নিঃশব্দ’ স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী ।

এর পর তিনি ওই ভিউ পয়েন্ট এলাকায়- বৃক্ষ চারা রোপণ ও ওই বিলের ঘাটে (জলাশয়ে) মাছের পোনা ছাড়েন (অবমুক্ত করেন)।

এ সময় সেখানে অন্যান্যের মধ্যে- ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ওবাইদুল হক ,তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস শহীদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ক্ষেতলাল উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে-উপজেলার তুলসী গঙ্গা ইউনিয়নের বিলের ঘাটে দুই শতক সরকারি খাস জমির ওপর ‘নিঃশব্দ’ স্থাপনাটি নির্মাণে ১৩লাখ ২হাজার টাকা ব্যয় হয়েছে ।

জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী তার বক্তব্যে-ক্ষেতলালের প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এ বিলের ঘাট কে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন