ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে ২০২২ ও ২৩সালের এসএসসি ও এইচএসসি’র মেধাবী শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান

জয়পুরহাটে ২০২২ ও ২০২৩ সালের ‘উপজেলা (থানা) শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার’ এবং ‘উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার’ বিজয়ী- শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

রোববার বিকালে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে- জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের- ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)’ স্কিমের আওতায়- জেলার মেধাবী শ্রেষ্ঠ ১৮৩জনের মধ্যে সদর উপজেলার ৪০জন শিক্ষার্থীকে এ পুরস্কার প্রদান করা হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিনের সভাপতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানটিতে- ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের প্রোগ্রাম অফিসার তানভীর আহমেদ সিদ্দিকী ও হিসাব রক্ষণ কর্মকর্তা মাহফুজার রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জয়পুরহাটের ৫উপজেলার মোট ১৮৩ জন বিজয়ী শ্রেষ্ঠ শিক্ষার্থীর বাকি- চার উপজেলার ১৪৩জনকে পরবর্তীতে নিজ নিজ উপজেলায় (পর্যায়ক্রমে) এ পুরস্কার প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন