জয়পুরহাটে জেলা পর্যায়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা-২০২৫ সুষ্ঠু ও সুন্দর ভাবে উদযাপনের লক্ষ্যে- মঙ্গলবার বিকালে জেলা বাস্তবায়ন কমিটির প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন- জেলার ডেপুটি কমিশনার আফরোজা আকতার চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে- অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাইমেনা শারমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা- সরকার মোহাম্মদ রায়হান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন উপস্থিত ছিলেন।
এ সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী- জয়পুরহাট জেলায় জুলাই পুনর্জাগরণের প্রায় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
তার মধ্যে- জেলায় শহীদ যোদ্ধাদের স্মরণে সরকারি ভাবে অনুমোদিত ডিজাইন অনুযায়ী- স্মৃতিস্তম্ভ নির্মাণ, তাদের কবর বাঁধানো, যে স্থানে যাদের মৃত্যু হয়েছে, সেই স্থানে শহীদদের নামে স্ট্রিট মেমোরি স্টাম্প স্থাপন,জুলাই ওমেন্স ডে, ‘জুলাই এর মায়েরা’- শীর্ষক অভিভাবক সমাবেশ, আলোচনা সভা, জুলাই- ২৪ নিয়ে নির্মিত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন, দোয়া মাহফিল, পৃথক ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে- গ্রাফিতি, কবিতা আবৃত্তি, গান ,রচনা, চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ইত্যাদি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে- বিস্তারিত আলোচনা করা হয়।




