ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম ইউনিট এর আয়োজনে এবং জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর বাস্তবায়নাধীনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, কৃষি প্রকৌশলী সিরাজুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে কুলসুমসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী কর্মকর্তাবৃন্দ।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ে ভাল কাজের স্বীকৃতিস্বরুপ ৯ জনকে ক্রেষ্ট ও সন্মাননা পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন