ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

জয়পুরহাটে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সাথে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার জেলা কমিটির সভাপতিক্যাপ্টেন (অবঃ) রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় উপদেষ্টা কর্ণেল জগলুল আহসান (অবঃ), সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ন সমন্বয়কারী ওমর আলী বাবু, আব্দুর রহিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন