জয়পুরহাটের ক্ষেতলালে ৬টি বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র ২শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় ক্ষেতলাল উপজেলা প্রশাসনের উদ্যোগে- দুর্নীতি দমন কমিশন, সম্মিলিত জেলা কার্যালয়- নওগাঁ এর সহযোগিতায় বিদ্যালয় শিক্ষার্থীদের- পানির পট, টিফিন বক্স, কলমদানি, জ্যামিতি বক্স,খাতা- কলম ইত্যাদি বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত উপজেলা শহরের শিশু নিকেতন ও সদর জুনিয়র উচ্চ বিদ্যালয়, ক্ষেতলাল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, বড়তারা উচ্চ বিদ্যালয়, নওটিকা – কেশুরতা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন।
এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।




