ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান আয়োজনে জেলা বাস্তবায়ন কমিটির সভা

জয়পুরহাটে জেলা পর্যায়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা-২০২৫ আয়োজন বিষয়ক জুলাই গণঅভ্যুত্থান দিবস সমূহ উদযাপনের জেলা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এ সভায় অন্যান্যের মধ্যে- অতিরিক্ত ডেপুটি কমিশনার (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সদর আরিফ হোসেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা- সরকার মোহাম্মদ রায়হান জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় এ জেলার ৪শহীদ যোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ, তাদের প্রত্যেকের নামে একটি করে বৃক্ষ রোপণ সহ জয়পুরহাট শহরের যে স্থানে গুলিবিদ্ধ হয়ে দুই জুলাই যোদ্ধা নিহত হন, ওই স্থানে পৃথক দুটি স্ট্রিট ল্যাম্প নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন