ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মৌলুদা বেগম’কে গ্রেফতার করেছে র‌্যাব

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মৌলুদা বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। তাকে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ঢাকার কারওয়ান বাজার এলাকা হতে গ্রেফতার করে।

র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে র‌্যাবের দল কারওয়ান বাজার এলাকার টিসিবি ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পলাতক আসামী মৌলুদা বেগম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রায়পুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে। তার নামে পাবনা সদর থানায় ২০২২ সালের ৭ সেপ্টেম্বর একটি মামলা দায়ের হয়। মামলা নং-১৪। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ৮(গ), জিআর-৬৬৭/২২ এর যাবজ্জীবন সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী ছিল মৌলুদা বেগম। তার নামে যাবজ্জীবন সাজার পরোয়ানা পাঁচবিবি থানায় আসলে তাকে থানা পুলিশ না পেলে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব-৩, সিপিসি-৩ এর সহায়তায় ডিএমপি’র তেজগাঁও থানা এলাকার কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনে থেকে আসামী মৌলুদা বেগম‘কে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

এ ব্যাপারে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম বাসসকে জানান, গ্রেফতার হওয়া আসামী মৌলুদা বেগমকে র‌্যাব সদস্যরা বুধবার থানায় দিলে বর্তমানে সে থানা হাজতে আছে। আগামীকাল তাকে জয়পুরহাট কোর্টে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন