ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৭৯৭

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ জুন) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৭ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৬১০ জন রয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৯৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় দু’টি রাইফেল, একটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি রামদা, দু’টি ছুরি, একটি দেশীয় অস্ত্র এবং দু’টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন