ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাপককে পৌঁছে না দিয়ে চিঠি জমাতেন জাপানের পোস্ট মাস্টার!

সম্প্রতি জাপানের একজন পোস্ট মাস্টারের বিরুদ্ধে তদন্তে নেমেছে জাপানের পুলিশ। তিনি বিপুল পরিমাণ চিঠি প্রাপকের ঠিকানায় না পৌঁছে নিজের ঘরে জমিয়ে রেখেছেন। সম্প্রতি ২৪ হাজার চিঠি ও প্যাকেট উদ্ধার করা হয় এই ডাক কর্মীর বাড়ি থেকে।

সাবেক এই ডাককর্মীর পরিচয় প্রকাশ করেনি জাপান পুলিশ। ৬১ বছরের এই ডাককর্মী পুলিশকে জানান, চিঠি বিলি করতে করতে বিরক্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু তরুণ সহকর্মীদের চেয়ে যাতে তাকে কম দক্ষ মনে না হয় সে জন্য বাড়িতে রেখেই প্রাপককে পৌঁছে দেয়া হয়েছে বলে রিপোর্ট করতেন।

ঘটনাটি ছড়িয়ে যাওয়ার পর ইয়োকোহামা পোস্ট অফিস কর্তৃপক্ষ প্রাপকদের কাছে ক্ষমা চেয়েছে এবং দ্রুতই চিঠিগুলো পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ডাক বিভাগের ইয়োকোহামা বিতরণ শাখায় চিঠি বিলির প্রধান হিসেবে কর্মরত ছিলেন তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করা হয়। গত বছর বিপুল পরিমাণ চিঠি প্রাপকের কাছে না পৌঁছানোর বিষয়টি নজরে আসে। ওই ব্যক্তি দোষ স্বীকার করলে তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করা হয়।

জানা যায়, ওই ব্যক্তি ২০০৩ সাল থেকে চিঠি জমানো শুরু করেন। তার বাড়ি থেকে ২৪ হাজার চিঠি ও প্যাকেট উদ্ধার করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে ফৌজদারি মামলা দায়ের করে কর্তৃপক্ষ। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত প্রায় ১ হাজার চিঠি হারিয়ে যাওয়ার অভিযোগ দেয়া হয় মামলাটিতে।

অভিযোগ প্রমাণিত হলে এই ডাককর্মীর ৫ লাখ ইয়েন (৪ হাজার ৬০০ ডলার) অর্থদণ্ড অথবা তিন বছরের জেল হতে পারে।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন