চট্টগ্রামে পুলিশের ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর মারা গেছেন। রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
শুক্রবার রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। আলী আকবরের বাড়ি নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বেশকিছু মামলা থাকার কথা বলছে পুলিশ। কিছু দিন আগে গ্রেপ্তার হওয়া ‘ছোট সাজ্জাদের’ প্রতিপক্ষ হিসেবে পরিচিত ছিলো এই ‘ঢাকাইয়া আকবর’।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুর উল্লাহ আশেক বলেন, আলী আকবর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল। আজ সকাল আটটায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।




