বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে চীনের করোনা ভাইরাস। ভয়ংকর এই ভাইরাসটি ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে। এই ভাইরাসের কারণে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪১ জনে। এছাড়াও এখন পর্যন্ত ১২৮৭ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। খবর: আল-জাজিরার
চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। প্রয়োজন ছাড়া ঘরে বাইরে যেতে নিষেধ করা হয়েছে জনসাধারণকে। বন্ধ করে দেয়া হয়েছে ১০টির বেশি শহরের সবধরনের বাস, ট্রেন ও ফেরি পরিসেবা।
বিশেষজ্ঞরা বলছেন, রোগের লক্ষণ দেখা যাচ্ছে না এমন মানুষও করোনা ভাইরাস ছড়াতে পারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জন্য চীনের উহানে নির্মান করা হচ্ছে বেশ কিছু হাসপাতাল।
চীন ছেড়ে করোনা পাড়ি দিয়েছে ইউরোপেও। ইতিমধ্যে ফ্রান্সে অন্তত তিন জন আক্রান্ত হয়েছে। এদিকে জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জরুরি পদক্ষেপ নিচ্ছে।
আনন্দবাজার/এম.কে