ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কম দামের আইফোন আসছে বাজারে

তুলনামূলক কম দামের আইফোন বাজারে ছাড়তে যাচ্ছে অ্যাপল। ২০১৬ সালের পর আবার কম দামের আইফোন বাজারে আনছে কোম্পানিটি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এর এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের মার্চের শুরুতে অ্যাপল নতুন সেই আইফোন বাজারে আনতে পারে।

ধারণা করা হচ্ছে অনেকটা আইফোন ৮-এর মতো দেখতে হবে নতুন আইফোনটি। নতুন আইফোনে একটি হোম বোতাম এবং ৪ দশমিক ৭ ইঞ্চি পর্দা থাকবে বলে প্রতিবেদনে জানানো হয়। তবে থাকছে না ফেস আইডি সুবিধা। প্রসেসর হিসেবে আইফোন ১১-এর সমপর্যায়ের প্রসেসর ব্যবহার হতে পারে।

আইফোন বিশ্লেষক মিং চি কৌ বলেন, ৩৯৯ ডলার থেকে দাম শুরু হতে পারে আইফোনটির। ৬৪ ও ১২৮ গিগাবাইট রম ও ৩ গিগাবাইট র‌্যাম থাকবে ফোানটিতে। তিনটি রঙে বাজারে আসতে যাচ্ছে নতুন আইফোনটি।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন