ঢাকা | বুধবার
২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে জুলাই শহীদ পরিবার ও আহতদের অনুদানের চেক বিতরণ

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের কল্যাণার্থে ২৫ লাখ ৭০হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে- জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এ চেক বিতরণ করেন।

জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আবু রায়হানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব ও সিভিল সার্জন ডাক্তার আল মামুন।

এ অনুষ্ঠানে জেলা পরিষদের সহযোগিতায়- ৪শহীদ পরিবারের প্রত্যেককে ২লাখ করে ও ৮৬ জন আহতের মধ্যে ক- শ্রেণীর অতি গুরুত্বর আহত ৪জনের প্রত্যেককে ৩০হাজার করে, খ- শ্রেনীর গুরুত্বর আহত ২জনের প্রত্যেককে ২৫ হাজার ও গ- শ্রেণীর আহত ৮০ জনের প্রত্যেককে ২০ হাজার করে সর্বমোট ২৫লাখ ৭০হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এ ছাড়া আহত ৭৭জনকে বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন