সীমাহীন দারিদ্র্যের সঙ্গে লড়াই করে রংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে পড়ার সুযোগ পাওয়া জয়পুরহাটের মাহমুদের প্রতি নির্ভরতার হাত বাড়ালো জয়পুরহাট জেলা প্রশাসক।
সোমবার দুপুরে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী তার সেসন ফি ও বইপুস্তক ক্রয়ের জন্য তার হাতে চেক তুলে দেন।
টাকার অভাবে সাদিক মাহমুদ এর দ্বিতীয় বর্ষে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল, কিন্তু জেলা প্রশাসনের সহায়তায় তার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভর্তি হতে পেরে অনেক খুশি সাদিক মাহমুদ।
সাদিক মাহমুদ বলেন, আমি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ৪৪৭ তম স্থান অর্জন করি। টাকার অভাবে দ্বিতীয় বর্ষে ভর্তি প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। এমন অবস্থায় জেলা প্রশাসন ভর্তির জন্য আমাকে আর্থিকভাবে সহায়তা করেছে।
উল্লেখ্য সাদিক মাহমুদ এর বাবা একজন ভূমিহীন কৃষক। তারা তিন ভাইবোন যার মধ্যে বড় বোন দৃষ্টি প্রতিবন্ধী। তার গ্রামের বাড়ি জয়পুরহাট সদরের পাঁচুরচক নয়া পাড়া।
বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে তার ২য় বর্ষে ভর্তির জন্য জেলা প্রশাসন, জয়পুরহাট এর পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়।