ঢাকা | মঙ্গলবার
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জবিস্থ যশোর ছাত্রকল্যানের ইফতার মাহফিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যশোর জেলা থেকে আগত শিক্ষাথীদের সংগঠন যশোর জেলা ছাত্রকল্যান সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের  শহীদ সাজিদ একাডেমিক ভবনের তৃতীয় তলার অডিটোরিয়ামে সংগঠনটির উপদেষ্টা মো: রায়হান হোসেন অপুর তত্বাবধানে ও মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন রাজু (সহ গ্রাম ও সরকার বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবদল)। মুখ্য আলোচক  হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আলমগীর কবীর।

এছাড়াও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, মাহমুদুল হাসানসহ যশোর জেলা থেকে আগত দুইশতাধিক শিক্ষার্থীরা।

এসময় সমিতির সভাপতি মনিরুজ্জামান  বলেন, শুধু যশোরিয়ান নয়,পিছিয়ে পড়া সকল শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যেতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এসব শিক্ষার্থীদের সার্বিক উন্নতির কথা চিন্তা করে  সকলকে একযোগে কাজ করে যেতে হবে। এছাড়াও উপস্থিত জবিস্থ  যশোরিয়ানদের  বিভিন্ন দিকনির্দেশনা এবং  জবির বুকে অন্যতম একটি ছাত্র কল্যাণ পরিষদ গঠন করার লক্ষ্যে সমিতিটির  সকলকে একসাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক হাবিব আদনান  বলেন, জগন্নাথের  বুকে যশোরের  শিক্ষার্থীর একটি শক্তিশালী প্লাটফর্ম তৈরি করা ও যশোর থেকে আগত সকল শিক্ষার্থীর যেকোনো বিপদে আপদে পাশে থাকা “যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদ” এর লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে যশোরের যে যেখানে আছেন বর্তমান কমিটি আপনার সহযোগিতা কামনা করছে। সকল সদস্য উদযাপন কমিটি সকলের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় সকল আয়োজন সফল হওয়ায় সবাইকে আন্তরিক অভিনন্দন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মহিউদ্দিন রাজু  বলেন,ঢাকার বুকে যশোরীয়ানদের অনেক সুনাম আছে। এসব আমাদের গৌরবের বিষয়। এই সুনাম যেন ধরে রাখতে পারি সেজন্য আমি সবসময় যশোরীয়ানদের পাশে আছি। এছাড়াও তিনি যশোরকে বাংলাদেশের অন্যতম একটি মডেল জেলা গড়ার কথা জানান।

মুখ্য আলোচক আলমগীর কবির বলেন,আমাদের দক্ষিণবঙ্গের  মানুষ সব সময় অবহেলিত। এই অবহেলিত জাতির মুল হাতিয়ার আমরাই। আমাদের মাধ্যমেই এই অবহেলিত জাতির অধিকার গুলো আদায় করা সম্ভব। এজন্য আমাদের দক্ষিণবঙ্গের  শিক্ষার্থীদের সব সময় সোচ্চার থাকা দরকার।এছাড়াও তিনি দক্ষিণবঙ্গের সকল জেলা ছাত্র কল্যাণ পরিষদের সদস্য দের এ বিষয়ে সচেতন থাকার আহবান জানান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়  ছাত্রদলের যুগ্ম- আহবায়ক সুমন সরদার  বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে সবসময় ছিল, আছে এবং থাকবে।
সর্বশেষ দোয়া ও ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন