বাংলাদেশ রেলওয়ে রোজার ঈদ উপলক্ষে আগাম টিকেট বিক্রি শুরু করেছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে শুধুমাত্র অনলাইনে এ কার্যক্রম শুরু হয়।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম জানিয়েছেন, “২৪ মার্চের টিকেট বিক্রির মাধ্যমে এবারও ঈদযাত্রার আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে, যা শতভাগ অনলাইনে পাওয়া যাবে।”
বর্তমানে ট্রেনের টিকেট ১০ দিন আগে বিক্রি করা হয়। সেই হিসাবে:
২৪ মার্চের টিকেট – ১৫ মার্চ
২৫ মার্চের টিকেট – ১৬ মার্চ
২৬ মার্চের টিকেট – ১৭ মার্চ
২৭ মার্চের টিকেট – ১৮ মার্চ
২৮ মার্চের টিকেট – ১৯ মার্চ
২৯ মার্চের টিকেট – ২০ মার্চ
৩০ মার্চের টিকেট – ২১ মার্চ
টিকেটের সম্পূর্ণ অনলাইন বিক্রির কারণে ঢাকার কমলাপুর রেলস্টেশনে প্রচলিত ভিড়ের চিত্র দেখা যায়নি। অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে যাত্রীরা যাতায়াত করলেও কাউন্টারে কেউ ঈদের টিকেট খোঁজ করতে আসেননি।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, “সকাল ৮টা থেকে ঈদযাত্রার টিকেট বিক্রি শুরু হয়েছে। প্রথমদিকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকেট ছাড়া হয়েছে, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকেট বিক্রি শুরু হবে।”
২০২৩ সালের রোজার ঈদ থেকেই রেলওয়ে শতভাগ অনলাইনে টিকেট বিক্রি চালু করে এবং দুই শিফটে টিকেট বিক্রির ব্যবস্থা নেয়, যাতে সার্ভারের ওপর চাপ কমানো যায়।
স্টেশন মাস্টার আনোয়ার আরও বলেন, “কাউন্টারে কেউ এলে আমরা অনলাইন থেকেই টিকেট কাটতে পরামর্শ দিচ্ছি। সবাইকে অনলাইনে টিকেট সংগ্রহ করতে বলা হয়েছে।”
এই ঈদযাত্রায় যাত্রীসেবা নিশ্চিত করতে ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ রেলওয়ে।
আগাম টিকেট কিনতে চাইলে, যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা রেল সেবা অ্যাপ ব্যবহার করতে পারবেন।