ঢাকা | শনিবার
১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে পৌর শহরের দুই সড়কের সংস্কার করণ কাজ শুরু

জয়পুরহাটে পৌর শহরের দুই সড়কের সংস্কার করণ কাজ শুরু

জয়পুরহাটে পৌর শহরের পৃথক দুই এলাকার দুটি সড়কের মোট ৫৭০মিটার দীর্ঘ অংশের- সংস্কার করণ (উন্নয়ন) কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ সড়ক দুটির উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- জয়পুরহাট পৌরসভার প্রশাসক ও জেলা স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সবুর আলী।

এ সময় অন্যান্যের মধ্যে-স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহকারী কমিশনার মিজানুর রহমান, জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী-আবু জাফর মোঃ রেজা ও উপ সহকারী প‍্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর আওতায়(স্পেসাল-২)এ সড়ক দুটি হলো- জয়পুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের- সুগার মিল হতে তাজুর মোড় পর্যন্ত ২৪৫ মিটার ও ৯নম্বর ওয়ার্ডের পৌর কেন্দ্রীয় কবরস্থান হতে ধানমন্ডি -আরামনগর সড়কের ৩২৫মিটার অংশের সংস্কারকরণ।

এ জন্য ব্যয় করা হচ্ছে- প্রায় ৩৫ লাখ টাকা।

জয়পুরহাট পৌরসভার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে- আগামী ৭ জুলাইয়ের মধ্যে প্রকল্প ২টির কাজ শেষ হবার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন