জয়পুরহাটে পৌর শহরের পৃথক দুই এলাকার দুটি সড়কের মোট ৫৭০মিটার দীর্ঘ অংশের- সংস্কার করণ (উন্নয়ন) কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ সড়ক দুটির উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- জয়পুরহাট পৌরসভার প্রশাসক ও জেলা স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সবুর আলী।
এ সময় অন্যান্যের মধ্যে-স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহকারী কমিশনার মিজানুর রহমান, জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী-আবু জাফর মোঃ রেজা ও উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর আওতায়(স্পেসাল-২)এ সড়ক দুটি হলো- জয়পুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের- সুগার মিল হতে তাজুর মোড় পর্যন্ত ২৪৫ মিটার ও ৯নম্বর ওয়ার্ডের পৌর কেন্দ্রীয় কবরস্থান হতে ধানমন্ডি -আরামনগর সড়কের ৩২৫মিটার অংশের সংস্কারকরণ।
এ জন্য ব্যয় করা হচ্ছে- প্রায় ৩৫ লাখ টাকা।
জয়পুরহাট পৌরসভার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে- আগামী ৭ জুলাইয়ের মধ্যে প্রকল্প ২টির কাজ শেষ হবার কথা রয়েছে।