বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে আসন্ন পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতা উচিত বলে মনে করেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে সাকিব বলেন, “সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে শ্রীলংকা। সুতরাং আমাদেরও সিরিজ জেতা উচিত।”
পাকিস্তান সফরে নিরাপত্তা ইস্যুটি সবচেয়ে বড় হওয়ার পরও বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন সাকিব। তিনি বলেন, “আমি আশা করি তারা সেখানে নিরাপদে থাকবে এবং নিরাপদে দেশে ফিরবে এবং অবশ্যই সাফল্য নিয়ে দেশে ফিরবে।”
টি টুয়েন্টি র্যাংকিং-এ পাকিস্তান এক নম্বরে থাকলেও সম্প্রতি দেশের মাটিতে শ্রীলংকার কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াটওয়াশ হয় তারা।
পাকিস্তান দলে নতুনদের প্রাধান্য দেয়া হয়েছে। তরুণ খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে পাকিস্তান। সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির বল হাতে সেরা পারফরম্যান্স করেও জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি।
আনন্দবাজার/টি এস পি