বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি বস্ত্রশিল্পের সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে যেসব প্রতিষ্ঠান বছরে ৫০ লাখ ডলার মূল্যের বস্ত্র বা বস্ত্রসামগ্রী রপ্তানি করবে তারা ক্ষুদ্র শিল্প বলে বিবেচিত হবে। তবে তারা কোনো বড় শিল্পপ্রতিষ্ঠানের মালিকানাধীন থাকতে পারবে না। তবেই রপ্তানির ক্ষেত্রে তারা বাড়তি সুাবধা পাবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ হতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কোনো অর্থবছরে রপ্তানিকারক প্রতিষ্ঠানের রপ্তানির পরিমাণ শূন্য হলে ক্ষুদ্র ও মাঝারি বস্ত্রশিল্প প্রতিষ্ঠান হিসেবে পরবর্তী অর্থবছরে নগদ সহায়তার আবেদন বিবেচনা করা হবে না। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে বাংলাদেশ ব্যাংক একটি বিজ্ঞপ্তিতে বলে, তৈরি পোশাক রপ্তানিতে এক শতাংশ নগদ সহায়তা দেবে সরকার।
২০১৯-২০ অর্থবছরে জাহাজীকরণ করা তৈরি পোশাকের ক্ষেত্রে এই সহায়তা দেওয়া হবে। ইইউ, যুক্তরাষ্ট্র ও কানাডায় রপ্তানির বিপরীতে বিশেষায়িত অঞ্চলে অবস্থিত দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।
আনন্দবাজার/জায়েদ