‘পিটার হোর এন্ড মোস্তাক রহমান স্কলারশিপ অ্যাওয়ার্ড-২০২০’ পেল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ডি এর ১০০৬ নং কক্ষে এক অনুষ্ঠানে তাদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
স্কলারশিপ অ্যাওয়ার্ড পাওয়া সকলেই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, স্নাতকোত্তর ২য় সেমিস্টারের শিক্ষার্থী অনিন্দ্য সরকার, মো. শাকিল মোর্শেদ, নূর-ই-আফরোজ প্রমি, মালিহা সামিহা জামান, ফারিয়া বিনতে আরিফ, স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের বিপ্লবী রায় ও মোসাদ্দেক বিল্লাহ।
বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, স্কলারশিপ অ্যাওয়ার্ডের যৌথ উদ্যোক্তা ব্রিটিশ মিউজিয়ামের কিউরিটর পিটার হোর এবং ব্রিটিশ রেলওয়ের সিনিয়র রিভিনিউ অফিসার মোস্তাক রহমান। বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত করতে ২০১৮ সাল থেকে প্রতিবছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।
একাডেমিক ফলাফল, খেলাধুলায় বিভিন্ন পারদর্শীতা অর্জন ও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণসহ বিভিন্ন সহ-শিক্ষামূলক কার্যক্রম বিবেচনায় ওই সাতজনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। স্কলারশিপ হিসেবে প্রত্যেককে ১৫০ পাউন্ড করে দেওয়া হয়।
আনন্দবাজার/ডব্লিউ এস