ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বেক্সিমকোকে ঋণ দেয়ার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে : উপদেষ্টা সাখাওয়াত

বেক্সিমকোকে ঋণ দেয়ার সাথে জড়িত সবাইকে খুঁজে বের করে শাস্তি নিশ্চত করা হবে। এছাড়া কেউ বিদেশে চলে গেলে প্রয়োজনে তাদের পাসপোর্টও বাতিল করা হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো লিমিটেডের শিল্পপ্রতিষ্ঠানগুলো নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা সাখাওয়াত বলেন, মোট ১৩টি ব্যাংক তাদের ঋণ দিয়েছে। তবে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে জনতা ব্যাংক। বেক্সিমকোকে ঋণ দিতে যারা জড়িত তাদের দেশে এসে আত্মসমর্পণ করতেও আহ্বান জানান। তিনি বলেন, দেশে যারা আছেন তারা এমন কিছু করবেন না যেন সরকারকে কঠোর হতে হয়। শ্রমিক নেতারাও যেন এমন কিছু করবেন না, যেন নতুন কোন সমস্যা তৈরি হয়।

এম সাখাওয়াত হোসেন বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে বন্ধ হওয়া ১৪টি কারখানার ৩১ হাজার ৬৬৯ কর্মী ও এক ৫৬৫ জন কর্মকর্তার সব পাওনা মেটাতে প্রয়োজনীয় ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা জোগাড় হয়েছে। অর্থ বিভাগের ব্যয় খাত থেকে ৩২৫ কোটি ৪৬ লাখ এবং বাকী ২০০ কোটি টাকা শ্রম মন্ত্রণালয় থেকে ঋণ হিসেবে দেয়া হবে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, শ্রম মন্ত্রণালয় থেকে যে টাকা দেয়া হবে তা শ্রমিকদের টাকা থেকে দেয়া হবে, কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশ্বস্ত করেছেন কোন ব্যাংকের মাধ্যমে টাকা পেলেই সেখানে দিয়ে দেয়া হবে । আগামী ৯ মার্চ থেকে এই পাওনা দেয়া শুরু হবে। তিনি বলেন, বেক্সিমকোর শেয়ার বা কোনকিছু বিক্রি করা সম্ভব হয়নি, তাই ঋণ নেয়ার এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ অপেক্ষা করলে আরো ৩/৪ মাস সময় লাগত।

সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন না। তার বক্তব্যের ইন্টারপ্রেটেশন আপনারা জানেন। তিনি খুবই স্ট্রেইট ফরোয়ার্ড মানুষ। যা বলার মুখের ওপর বলার মতো মানুষ। তবে তার বক্তব্যের ব্যাখ্যা তিনি ভালো দিতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন