ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অক্ষয়ের এক ছবির পারিশ্রমিক এখন ১২০ কোটি

অক্ষয় কুমারের মুক্তিপ্রাপ্ত ছবি ‘গুড নিউজ’ এরই মধ্যে ২৪ দিনে আয় করেছে  ২০০ কোটি রুপি। তিনি একের পর এক বলিউডে উপহার দিয়ে যাচ্ছেন হিট সিনেমা। এর আগেও ২০১৮ সালে ১৫০ কোটির ঘর পার করেছে অক্ষয়ের মুক্তিপ্রাপ্ত ৫টি সিনেমা।

অক্ষয়ের ক্যারিয়ারের চলছে এখন সব চেয়ে ভাল সময়। আর এমন সুখকর সময়ে তিনি তার পারিশ্রমিক বাড়াতেই পারেন। তবে পারিশ্রমিকের অঙ্ক যদি হয় ১২০ কোটি তাহলে সেটা সবাইকে চমকে দেবার মতই।

জানা গেছে ,অক্ষয় কুমার আনন্দ এল রাই পরিচালিত তার পরবর্তী সিনেমা থেকেই ১২০ কোটি টাকা পারিশ্রমিক পেতে পারেন। এতে অক্ষয়ের সাথে আরও অভিনয় করবেন সারা আলী খান ও ধানুশ।

এক ঘনিষ্ঠ সুত্রের মাধ্যমে জানা যায়, সিনেমায় তার মোটা অংকের পারিশ্রমিক দাবির কথা বলিউডে এখন সবাই জানে। কিন্তু বর্তমানে প্রেক্ষাগৃহ শুধুমাত্র তার সিনেমাতেই পূর্ণ হয় না, কড়া দামে বিক্রি হয় ডিজিটাল ও স্যাটেলাইট রাইটসে।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন