দেশের বাজারে নতুন মডেলের মোটরসাইকেল সিবি হর্নেট ১৬০আর এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। মোটরসাইকেলটিতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন আর নান্দনিক স্টাইলের সাথে রয়েছে কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস) ও অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস)।
বাজারে নতুন এই সিবি হরনেট ১৬০আর সিবিএস-এর খুচরা মূল্য ১,৮৯,০০০ টাকা ও সিবি হরনেট ১৬০আর এবিএস-এর খুচরা মূল্য ২,৫৫,০০০ টাকা।
মোটরসাইকেলটি ৪টি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে নতুন সিবি হর্নেট ১৬০আর। গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ওয়ারেন্টি পলিসি। ২ বছর অথবা ২০,০০০ কিঃমিঃ যেটা আগে সম্পূর্ণ হবে সেই অনুসারে পাওয়া যাবে ৪টি বিনামূল্যের পরিসেবা।
নতুন সিবি হর্নেট ১৬০আর দেশের সমস্ত হোন্ডা এক্সক্লুসিভ অথোরাইজড ডিলার্স শোরুমে পাওয়া যাচ্ছে। দেখতে ও বুক করতে ক্রেতারা কাছাকাছি যেকোনো শোরুম ঘুরে আসতে পারেন।
আনন্দবাজার/এফআইবি

