ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফাইনালে বাংলাদেশের মেয়েরা

শেষ বলে থাইল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে চার দলের টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শিরোপার লড়াইয়ে বুধবার ভারতের বি দলের বিপক্ষে খেলবে বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

প্রথমে টস জিতে ব্যাট করতে নামে থাইল্যান্ডের নারী ক্রিকেট দল। খেলার শুরুতে জাহানারা আলম উইকেট এনে দিলেও পরবর্তীতে কঠিন পরীক্ষা নেন থাই ব্যাটাররা। তবে তাদের হারানো ৩ উইকেটের দুটিই রান আউট, এর ফলে নামের পাশে কেবল একটি উইকেট যোগ করতে পেরেছেন জাহানারারা। নাত্তাকান চন্তমের ৬০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে থাইল্যান্ড নারী দল ৩ উইকেটে সংগ্রহ করে ১২০ রান।

১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমেই বিপর্যয়ে মুখে পড়ে বাংলাদেশ। যদিও শামিমা সুলতানার দৃঢ়তায় প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠেছিল। তার ব্যাট থেকে আসে ৩৮ রান। তবে শামিমার বিদায়ের পর আবারও এলোমেলো হয়ে পড়ে বাংলাদেশ। ৯১ রানে তিন উইকেট হারানো বাংলাদেশের স্কোর ১১২ হতেই নেই ৮ উইকেট!

হারই তখন বাংলাদেশের দরজায় যেন কড়া নাড়ছিল। কিন্তু ফাহিমার নিপুন ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। শেষ বলে জয় নিশ্চিত করা ফাহিমা ১৩ বলে ৪ বাউন্ডারিতে অপরাজিত ছিলেন ২৮ রানে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন