জয়পুরহাটে ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ উদযাপনের অংশ হিসেবে- ‘প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী প্রথম খেলায়-রামদেও সরকারি বাজলা উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল জয়লাভ করেছে।
‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই।’ – এ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে- জয়পুরহাট চিনিকল মাঠে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনের উদ্বোধনী খেলায়- তারা ১৪পয়েন্ট এর ব্যবধানে জয়লাভ করে।
প্রথমে টসে জিতে রামদেও সরকারি বাজলা উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল প্রতিপক্ষ- জয়পুরহাট সিদ্দীকিয়া কামিল মডেল মাদ্রাসা ক্রিকেট দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।
জয়পুরহাট সিদ্দীকিয়া কামিল মডেল মাদ্রাসা ক্রিকেট দল নির্ধারিত ৩৫ ওভারের খেলায়- ২৫ ওভারে ৯০ রান তুলে অলআউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে- রামদেও সরকারি বাজলা উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল ১৪দশমিক ১ওভারে ৩উইকেটে সহজে ৯২রান তুলে নেয়। ফলে তারা ৭উইকেটে জয়লাভ করে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টায় জয়পুরহাট চিনিকল মাঠে আনুষ্ঠানিক ভাবে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন- ডেপুটি কমিশনার আফরোজা আকতার চৌধুরী।
আগামীকাল শুক্রবার এ ক্রিকেট টুর্নামেন্টে- জয়পুরহাট চিনিকলের কে,জি এবং উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল ও জয়পুরহাট সিদ্দীকিয়া কামিল মডেল মাদ্রাসা ক্রিকেট দল পরস্পরের মোকাবেলা করবে।