ঢাকা | বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে আদিবাসী ছাত্র-জনতার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জয়পুরহাটে আদিবাসী ছাত্র-জনতার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জাতীয় পাঠ্যপুস্তকের গ্রাফিতি হতে ‘আদিবাসী’ শব্দটি বাদ দেওয়ার প্রতিবাদে আদিবাসী ছাত্র-জনতার এনসিটিবি ঘেরাও এর শান্তিপূর্ণ কর্মসূচিতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামক সংগঠন কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে জয়পুরহাটে
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট আদিবাসী ছাত্র জনতা’র ব্যানারে শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনের শহীদ বিশাল চত্বরে এ সব কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান,পাঠ্য পুস্তকে আদিবাসী সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল করা,ওই হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি প্রদান করা সহ বিভিন্ন দাবি তুলে ধরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আদিবাসী সংঘ ও জাতীয় আদিবাসী পরিষদ জয়পুরহাট জেলা কমিটির সভাপতি রতন কুমার সিং এর সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অন্যান্য মধ্যে- জেলা বাসদ এর প্রধান সমন্বয়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, জেলা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি’র সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম (রমজান) বাংলাদেশ মুন্ডা অ্যাসোসিয়েশনের সভাপতি হরিপাল চন্দ্র পাহান, বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কার্তিক পাহান, বাংলাদেশ আদিবাসী সংঘ জয়পুরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক সতীশ পাহানপ্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন