ঢাকা | বুধবার
২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কারওয়ান বাজারে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সড়ক অবরোধ

মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা রাজধানীর কারওয়ান বাজার সড়ক অবরোধ করেছেন। ২০২৪ সালের ৩১ মে কলিং ভিসায় তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, তবে এখনও তারা যেতে পারেননি। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে কারওয়ান বাজারে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা এবং সেখানে সমাবেশ করেন।

অবস্থানরত কর্মীরা অভিযোগ করেন, বিগত সরকারের সময় আমাদের অনেককে পাঁচ লাখ টাকা করে নেওয়া হয়েছিল, কিন্তু সেই টাকাও ফেরত দেওয়া হয়নি এবং আমাদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়নি।

তারা জানান, ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করতে চাই। আমরা ঋণ করে চলছি এবং পরিবার নিয়ে খুব কষ্টে আছি। জানুয়ারি মাসে আমাদের মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বাবু বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের আরও কর্মীরা আসছে এবং আমরা সড়ক অবরোধ করে রেখেছি।

এদিকে জানা গেছে, প্রবাসী উপদেষ্টা না আসা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

সংবাদটি শেয়ার করুন