ঢাকা | বুধবার
২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

জয়পুরহাটে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বর্ডার গার্ড- বাংলাদেশ বিজিবির বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা ব্যর্থ হয়।

এ ঘটনায় মঙ্গলবার বিকালে ওই সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টা থেকে বিকেল ৩টা ২৫ মিনিট পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র পাঁচবিবির হাটখোলা বিওপি ক্যাম্প প্রধান নায়ক সুবেদার মো: শাহ জাহানের নেতৃত্বে ৬সদস্যের এবং ভারতীয় সীমান্তরক্ষী- বিএসএফের চকগোপাল কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর জিতেন্দার কুমারের নেতৃত্বে ৬সদস্যের দু’দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ২৫মিনিটের এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

সীমান্ত পিলার ২৮১/৩৫-এস এর নিকট ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে অনুষ্ঠিত এ বৈঠকে- বিএসএফের কোম্পানী কমান্ডার ওই কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখা সহ নির্মিত কাঁটাতারের বেড়া শিঘ্রি
অপসারন করার আশ্বাস প্রদান করেছেন।

জয়পুরহাট-২০ বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল নাহিদ নেওয়াজ মঙ্গলবার সন্ধ্যায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটের সময় ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের জয়পুরহাট- ২০ বিজিবি’র হাটখোলা বিওপির আওতাধীন ঘোনাপাড়া- পূর্ব উচনা গ্রামের জিরো পয়েন্ট থেকে ২৫/ ৩০ গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে- হাটখোলা বিওপির বিজিবি সদস্যদের বাধার মুখে- বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ব্যর্থ হয় । ফলে নির্মাণ সামগ্রী নিয়ে ওই স্থান থেকে চলে যেতে বাধ্য হয় বিএসএফ।’

সংবাদটি শেয়ার করুন