ঢাকা | বুধবার
২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদনের অ্যাপ বন্ধ, সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন ঠেকাতে একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো জন্মগত নাগরিকত্বের সংজ্ঞা বদলানোর উদ্যোগ, যা দেশটির সংবিধানে সুরক্ষিত বিধানকে পরিবর্তন করতে পারে।

আইনি বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তনে কংগ্রেসের দুই কক্ষে দুই-তৃতীয়াংশ ভোট লাগবে, যা সহজ হবে না। তবু ট্রাম্পের ভাষ্য, “লক্ষাধিক অনিবন্ধিত অভিবাসীকে বহিষ্কার করা হবে,” এবং “সব অবৈধ প্রবেশ বন্ধ করতে হবে।”

সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে অনুপ্রবেশ ঠেকানোর জন্য সামরিক সম্পদ ও কর্মী বাড়ানোর পরিকল্পনাও করেছেন তিনি। একই সঙ্গে মেক্সিকোর মাদক চক্রগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আদেশে সই করা হয়েছে।

এ ছাড়া “সিবিপি অন” নামের মোবাইল অ্যাপটি বাতিল করে অভিবাসীদের জন্য আইনি উপায়ে সীমান্ত পার হওয়ার পথে বড় বাধা তৈরি হয়েছে। আগে এই অ্যাপের মাধ্যমে সীমান্তে প্রবেশের জন্য আগাম অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেন অভিবাসনপ্রত্যাশীরা, কিন্তু এখন ওই অ্যাপ সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

ট্রাম্প বলেছেন, “বাইডেন আমলের সব উগ্রপন্থি নির্বাহী আদেশ বাতিল করা হবে,” এবং ইতিমধ্যেই প্রায় ৮০টি আদেশ বাতিলের প্রক্রিয়া শেষ হয়েছে।

সীমান্ত শহর তিজুয়ানায় আটকে থাকা অনেকের মতো ওরালিয়াও এখন শঙ্কায় দিন কাটাচ্ছেন। মেক্সিকোর সহিংস মাদক চক্রের হাত থেকে বাঁচতে মৃগী রোগে আক্রান্ত ছেলেকে নিয়ে সাত মাস ধরে তিনি সিবিপি অন অ্যাপের অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় ছিলেন।

অ্যাপ বাতিল হওয়ার পর ওরালিয়া বলছেন, “আমি আশা করি, ঈশ্বর যেন তার (ট্রাম্পের) মন নরম করে।” যুক্তরাষ্ট্রে প্রবেশের একমাত্র বৈধ উপায় ছিল এই অ্যাপ, কিন্তু এখন সেটিও বন্ধ হওয়ায় বৈধ উপায়ে অভিবাসন করা আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সংবাদটি শেয়ার করুন