এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই – এই স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে শুরু হওয়া ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে- জেলা পর্যায়ের ‘সেরাকণ্ঠ’ সংগীত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শুরু হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায়- জেলা প্রশাসনের উদ্যোগে- জয়পুরহাট সার্কিট হাউস মাঠে বালক ও বালিকা উভয় গ্রুপের এ সংগীত প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন- ডেপুটি কমিশনার আফরোজা আকতার চৌধুরী ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারে সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে- সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার অসিফ আল জিনাত এনডিসি জাহাঙ্গীর আলম, ও কালাই উপজেলা এসি- ল্যান্ড ইফতেখার রহমান উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতায় মোট ৫৫জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। উল্লেখ্য, আগামী ২৮জানুয়ারি ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।